বিশেষ প্রতিনিধি;- অনিয়মের অভিযোগ এনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন থেকে অব্যহতি নিলেন শ্রমিকনেতা অরবিন্দু ব্যাপারি
শ্রমিকদের অধিকার আদায়ে ১১ টি সংগঠন নিয়ে গঠিত শ্রমিক অধিকার আন্দোলন জোট থেকে দুই একটি সংগঠনের নীতিভ্রষ্ট ও পথভ্রষ্টের কারণে, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সংগঠনটি একাধিক বার জোটে নানা বিষয়ে তুলে ধরলে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন জোট কোনো আমলে না নেওয়ার কারনে , জোটের অন্তর্ভুক্ত উক্ত শ্রমিক সংগঠন (বি,জি,এস,এফ) তার সংগঠনের আদর্শ ন্যায়-নিষ্ঠা ধরে রাখার লক্ষ্যে জোট থেকে পদত্যাগ করেন বিল্পবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু।
গত মঙ্গলবার (১২জানুয়ারি) প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে জানান, বিল্পবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন দির্ঘদিন যাবৎ শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করে আসছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি সহ ১১ টি সংগঠন মিলে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন জোটের সাথে একত্বা সংহতি জানিয়ে দির্ঘদিন যাবৎ শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করে আসছিলো,গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ,জোটের কোন নিতি না থাকায়, তিনি জোট থেকে অব্যহতি নিয়েছেন। এই শ্রমিক নেতা মুঠো ফোনে আরো জানান,নিতিভ্রষ্ট পথভ্রষ্ট যে দুই একটি শ্রমিক সংগঠনের কথা আমি ইঙ্গিত করেছি, পূর্বেও সে সকল সংগঠন শ্রমিকের অধিকার আদায়ের নামে ফায়দা লুটে সে কারনে অধিকার আন্দোলন থেকে বহিষ্কার করা হয়, বহিষ্কারের কিছু দিন পরে সে সব সংগঠন আবারো গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন জোটে অন্তর্ভুক্ত হয়। তিনি আরো বলেন অসহায় শ্রমিকদের অধিকার আদায়ে আমরা আলাদা কর্মকান্ড সাংগঠনিক ভাবে অব্যাহত রাখবো।
এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন জোটের সমন্বয়কারী ও গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শামিম ইমামের কাছে জানতে চাইলে তিনি জানান,অরবিন্দু ব্যপারি কে আমি ব্যক্তিগত ভাবে খুব ভালো জানি তিনি যে সকল অভিযোগ এনেছে তাহা আমি সহ অনেকে অবগত আছি,অরবিন্দু যেই অভিযোগ এনেছে এ বিষয়ে কোন তথ্য প্রমান না থাকায় জোট থেকে কোন সিদ্ধান্ত নিতে না পাড়ায় তিনি জোটের নামে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে আমরা তাকে অপপ্রচার করা থেকে বিরত থাকতে অনুরোধ করি তাকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলি, অরবিন্দু কোন কিছু কে তোয়াক্কা না করেই জোটের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলো যাহা আইননুসারে পরিপন্থী বিধায় আমরা বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে তাকে কারন দর্শানো নোটিশ প্রদান করি, তিনি আত্মপক্ষ সমর্থন না করে জোট থেকে স ইচ্ছায় পদত্যাগ করে এখন বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে। প্রতিবেদক আরো বলেন, দুই একটি নিতি ভ্রষ্ট সংগঠনের বিরুদ্ধে কেন ব্যবস্তা না নিয়ে অরবিন্দু কে অপপ্রচার কারী বলেন,সে বিষয় জানতে তিনি একইভাবে তথ্য প্রমানের কথা বলেন,আরো বিভিন্ন প্রকার উদাহরণ দিয়ে কথা বলেন।
চলমান-পর্ব-১