অভয়নগর উপজেলা প্রতিনিধি :— অভয়নগর থানা পুলিশের অভিযানে ০৬ জুয়াড়ী আটক।
ইং ৩১-০৮-২০২০ তারিখ রাত্র ২২.২০ ঘটিকার সময় অভনগর থানাধীন ভাটপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ ওসমান মোল্লা এর উত্তর ভিটার দক্ষিন দুয়ারী আধাপাকা ঘরের গ্রীল দেওয়া বারান্দায় প্রকাশ্যে টাকা দিয়ে জুয়া খেলার সময় ভাটপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই (নিঃ)/অভিজিৎ সিংহ, এসআই (নিঃ)/যোগেশ চন্দ্র মন্ডল, এএসআই (নিঃ)/আলমগীর হাসান সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ ওসমান মোল্লা (৫০), পিতা- মৃত গোলাম মোল্লা , গ্রাম- ভাটপাড়া, ২। মোঃ মফিজুর রহমান শেখ (৩৮), পিতা- মৃত মোহাম্মদ আলী শেখ , গ্রাম- বগুড়া তলা, ৩। মোঃ কায়ছেদ শেখ (৪৫), পিতা- মৃত রাঙ্গা মিয়া শেখ গ্রাম- বগুড়া তলা, ৪। মিকরাইল হাসান (২৮), পিতা- মোঃ হায়দার আলী শেখ , গ্রাম- বগুড়া তলা, ৫। মোঃ হারুন শেখ (৩৯), পিতা- মৃত খেয়াল শেখ , গ্রাম- ভাটপাড়া, সর্ব থানা-অভয়নগর, যশোর ৬। মোঃ বিল্লাল মোড়ল (৩৮), পিতা- মৃত আঃ সামাদ মোড়ল, গ্রাম- নামাজগ্রাম, থানা-বেনাপোল পোর্ট, যশোর, এ/পি গ্রাম- বানিপুর (শ্বশুর মিজানুর মোড়ল মিজু), থানা- অভয়নগর, যশোরদের ০১। ০১ সেট তাস (৫২ পিচ), ২। নগদ টাকা ১,৭৯০/- (এক হাজার সাতশত নব্বই) টাকা ও ৩। ০১টি প্লাষ্টিকের হলুদ রংয়ের বস্তা দ্বারা তৈরী পাটি সহ ধৃত করেন। আসামীদের বিরুদ্ধে অভয়নগর থানার মামলা নং-১/১৭৪, তারিখ-০১ সেপ্টে, ২০২০; ধারা- ১৮৬৭ সালের জুয়া আইন ৩/৪/৬ রুজু করা হইয়াছে।