বার্তা ডেস্ক :- আইবিসির নবনির্বাচিত প্রেসিডেন্ট বদরুদ্দোজা নিজাম ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের সাভার আশুলিয়া কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম সোহাগ,সহ সাধারন সম্পাদক আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, আশুলিয়া থানা কমিটির সদস্য রিপন, তারেক ও, নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফরিদা ইয়াসমিন, গাজিপুর মহানগর কমিটির আশরাফুল ইসলাম সহ বিভিন্ন জেলা থেকে আগত, নেতাকর্মি বৃন্দ । এসময় আরো উপস্তিথ ছিলেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের ও যুব কমিটির সাধারন সম্পাদক মোঃ হাসান। সরেজমিনে গিয়ে দেখা যায় খুব রুদ্রকর পরিবেশে আইবিসির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনি আমেজ আইবিসির অন্তর্গত সকল সংগঠনের মাঝে পরিলক্ষিত করা যায়। নব নির্বাচিত প্রেসিডেন্ট ও সাধারন সম্পাদক সকলের উদ্দেশে বলেন ইন্ড্রাসটি অল গোলোবাল কাউন্সিলের আওতাভুক্ত সকল সংগঠনের সচ্ছতা ন্যায় কাজ করে যাবে তারা সকল শ্রমজীবী মানুষের কাছে দোয়া চেয়েছেন।।