মোঃসোহাগঃ-ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল আইবিসির প্রয়াত সভাপতি, মরহুম বদরুদ্দোজা নিজামের স্মরণে শোক সভা অনুষ্ঠিত ঢাকা রিপোর্টাস ইউনিটি হল রুমে।
আজ সকাল ১১ টায় ঢাকা রিপোর্টাস ইউনিটি হল রুমে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
এসময় “প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য সাবেক নৌ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি,বিশেষ অতিথি আইবিসি সভাপতি মীর আবুল কালাম আজাদ, আইবিসি কেন্দ্রীয় নেতা, আমিনুল হক আমিন,রুহুল আমিন,কুতুবউদ্দিন, তৌহিদুর রহমান,বাবুল আকতার, সহ আইবিসির গাজীপুর, সাভার,নারায়ণগঞ্জ আন্চলিক কমিটি এবং নারি কমিটি ও যুব কমিটির নেতৃবৃন্দ।
এসময় স্মরন সভাটি পরিচালনা করেন আইবিসি সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজু
এসময় বক্তারা মরহুম বদরুদ্দোজা নিজামের রুহের মাগফেরাত কামনা করে তার স্মৃতি স্মরনের কথা বলেন,বদরুদ্দোজা নিজাম ছিলেন মানুষ গড়ার কারিগর, আমরা তার দেখানো পথে কাজ করবো সেই কামনা করি সকলের কাছে, আলোচনা সভ শেষে দোয়া মাহফিল করা হয়।