আন্জুমানে ক্ষুদ্দামুল মুসলেমিনের উদ্যগে করোনায় ক্ষথি বিপর্যস্ত মানুষের মাঝে কুরবানির গোস বিতরন করবে। বেশ কয়েকটি গরু কুরবানি দিয়েছে এই ধর্মিয় সংস্থাটি। দেশের দুর্যোগ সময়ে দৃষ্টান্ততা দেখিয়েছে সংস্থাটি। সংস্থাটির পরিচালক সকলের উদ্যশে বলেন যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই করোনা দুর্যোগে বিপর্যস্ত মানুষদের সহযোগীতা করেন।