বিশেষ প্রতিনিধি(মোঃ সোহাগ), আশুলিয়ায় শব্দ দূষণ করে উচ্চ শব্দে মাইক ব্যবহারে ইউনুছ মীর মার্কেটের প্রচারণা জনসাধারণের ভোগান্তি, থানায় অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে আশুলিয়া ইউনিক এলাকার ইউনুস মীর শপিং কমপ্লেক্সের মালিক তার মার্কেটে দুই পাশে দুইটি মাইক উচ্চ শব্দে ব্যবহার করায়, এলাকার জনসাধারণ স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী পড়াশোনা না করতে পাড়া সহ সারাদিন কষ্ট করা গার্মেন্টস শ্রমিকেরা শব্দের আওয়াজে ঘুমাতে না পাড়া ও মহল্লার জনসাধারণের শব্দের ভোগান্তি থেকে বাঁচতে মার্কেট মালিকের কাছে শব্দ কমানোর জন্য বারবার অনুরোধ করলেও তিনি কোন কর্নপাত না করে উচ্চ শব্দে মাইক ব্যবহার করে আসছিলো, এমতবস্থায় ভুক্তভোগী বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ ও স্কুল কর্তপক্ষ সহ প্রায় ১৮৯ জন মানুষের গনসাক্ষর সহ জনসাধারণের পক্ষে থানায় অভিযোগ দায়ের করেন রাশেদ ভূইয়া নামক জৈনিক ব্যক্তি, তিনিও একই এলাকার আলম ভূইয়ার সন্তান,উল্লেখ্য থাকে যে, রাশেদ ভূইয়া গনসাক্ষর সহ থানা, জেলা পুলিশ সুপার বরাবর এবং ইন্ড্রাসটিয়াল পুলিশ -১ পরিচালক বরাবর অভিযোগ দায়ের করেছেন
এ বিষয়ে ইউনুস মীর শপিং কমপ্লেক্স মালিকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার নতুন মার্কেট স্থানীয় গন্যমান্য বক্তিদের সাথে আলোচনা করে মাইক ব্যবহার করছি প্রচারনার জন্য, আশেপাশে সব যায়গা মাইক ব্যবহার করে প্রচারনা চালাচ্ছে আমি চালাতে গেলে সমস্যা কিসের বুঝিনা, আমিতো আযানের সময় থেকে ৩০ মিঃ মাইক বন্ধ রাখি, উচ্চ শব্দে কয়দিন চলছিলো আমি এখন শব্দ কমানোর জন্য আমার প্রতিবেশিদের অনুরোধ পেয়েছি এখন তো শব্দ কমিয়ে প্রচারনা চালাচ্ছি। আমার বিরুদ্ধে এখন অপপ্রচার করা হচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মার্কেটের সামনের স্কুল খুললে মাইক বন্ধ রাখবো আমি ও তো মানুষ, আমার বিরুদ্ধে কেন অপপ্রচার চালাচ্ছে বুঝতে পারছিনা।
থানায় অভিযোগের বিষয়ে ওসি ইন্টেলিজেন্স ফজলু বলেন,অভিযোগের বিষয় টি আমি শুনেছি, তবে কেউ উচ্চ শব্দে মাইক ব্যবহার করে জন সাধারনে ভোগান্তি করলে থানায় অভিযোগ দায়ের করলে অবশ্যই আইননুসারে ব্যবস্থা নেওয়া হইবে।