নিজস্ব প্রতিনিধি :-আশুলিয়া থানা দিন আউকপাড়া এলাকায় নিউ আইডিয়াস নামক পোশাক কারখানার শ্রমিকরা শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছে।
গত ৪/১১/২০২০ ইং সকাল ৮ টা থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করে, সরেজমিনে গিয়ে জানা যায় উক্ত কারখানার ফিনিশিং সেকশনের প্রায় ৮০ জন শ্রমিককে বাংলাদেশের শ্রম আইন ২০০৬অনুযায়ী শ্রমিকদের কর্তৃপক্ষ ছাঁটাই করেছে কাজ না থাকার অজুহাত দেখিয়ে। শ্রমিকরা সকাল ৮ টায় কারখানায় ছাঁটাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে। শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় করোনা মহামারীর সময় এখন যদি তাদের চাকরি চলে যায় তারা কি করে চলবে, ভবিষ্যতে কর্তৃপক্ষ যে আমাদেরকে বের করে দেবে না তারও কোনো নিশ্চয়তা কি’? তাই আমরা কোন ছাঁটাই মানি না আমরা সকল শ্রমিকেরা কাজ করতে ইচ্ছুক। আমরা কোন শ্রমিকেরা ছাঁটাইকৃত বেনিফিট নিতে চাইনা আমরা কাজ করতে চাই, শ্রমিকেরা আরো বিভিন্ন দাবি-দাওয়া করতে থাকে। একপর্যায়ে ৪/১১/২০২০ ইং সকাল ৯ ঘটিকার সময় কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে শ্রমিকেরা। শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার এডমিন সেকশনে একজন সহকর্মীকে ধাওয়া করতে থাকে,এদিকে অনেকের মুখে শোনা যায় উত্তেজিত শ্রমিকরা এডমিন সহকারীকে মারধর করেছে ।
কারখানা কর্তৃপক্ষ সকল সেকশন ১ দিনে সাধারন ছুটি ঘোষনা করছে, কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষনা করলেও উত্তেজিত শ্রমিকেরা কারখানা ত্যাগ না করার কথা জানিয়েছে,
শ্রমিক অসন্তোষের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাদের মোবাইল রিসিভ করেননি।
এ ব্যাপারে আশুলিয়া থানা ইন্টেলিজেন্স ওসি ফজলুল হকের সাথে কথা বলে জানা যায় কারখানা সহকারীকে মারধরের ঘটনা আমরা শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে, তবে কারখানা কর্তৃপক্ষ যদি শ্রম আইন লংঘন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শ্রমিকরা গ্রহণ করতে পারবে।
অন্যদিকে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আশুলিয়া সভাপতি আল কামরান বলেন, আমরা এই কারখানার শ্রমিক অসন্তোষের কথা শুনেছি শ্রমিকরা যদি আমাদের কাছে আসে আমরা অবশ্যই শ্রমিকের পাশে থেকে আইনগত ভাবে সহযোগিতা করব।
রিপোর্ট লেখা পর্যন্ত কারখানার সামনে অতিরিক্ত ইন্ড্রাসটিয়াল পুলিশ মোতায়েন করা ছিল , এ ব্যাপারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে কথা বলে জানা যায় কারখানায় যেনো কোন বিশৃঙ্খলা না হয় সে ব্যপারে আমরা সর্বদা সতর্ক আছি।