বিশেষ প্রতিনিধি মোঃ সোহাগ:- আশুলিয়া বেরন এলাকায় সেফটি ট্যাঙ্কিতে পড়ে শিশুর মৃত্যু।
আজ ০৩ জুলাই সন্ধ্যার পরে বেরন এলাকার হারুনুর রশিদের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাসুম (৬)পিতা, দুলাল মিয়া, গ্রাম, চর কোয়ারপর মোল্লাকান্দি, থানা জেলা শরীয়তপুর।
সরেজমিনে গিয়ে উপস্থিতি জনতার কাছে জানাযায়, বৃষ্টির পানি ও ময়লা জমে যাওয়ায় বাড়িটিতে সেফটি টাংকি পরিষ্কারের কাজ চলছিল । সেফটি ট্যাঙ্কিটি বাড়ির সিড়ির নিচে শিশুটি সেখানে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে।
এ বিষয়ে বাড়ির মালিক হারুনুর রশীদের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বাড়িতে নেই বাড়ির দায়িত্ব ম্যানেজার বিল্টুকে দিয়েছি এবং সেই সেফটি ট্যাংকের কাজ সে করিয়েছে আমি এ বিষয়ে কিছু জানি না তবে আমি উক্ত বিষয়টি ১০ মিঃ হলো শুনেছি আবার আমার স্ত্রী গর্ভবতী , আমরা শিশুটির বাবা মায়ের সাতে আলোচনার মাধ্যমে সমাধান করব,।
অন্যদিকে বাড়ীর ম্যানেজার বিল্টু কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন,আমি হারুনের বাড়ির ম্যানেজার নই আমার কাছে বাসার লোকজন ভাড়া দিয়ে যায় আমি বাড়িওয়ালাকে বুঝিয়ে দেই। আমি দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তার কাছে সেফটি ট্যাংকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেফটি ট্যাংকি পরিষ্কার করার জন্য ট্যাংকিটি উন্মুক্ত রাখা হয়,সেফটি ট্যাংকির মুখ ঢাকার ব্যবস্থা করেছিলাম শিশুটি অসাবধানতাবসত সেখানে পড়ে গেলে বাসার আশেপাশের লোকজন সহ শিশুটি কে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ শিশু মৃত্যুর বিষয়টি থানায় অবহিত করেন । ম্যানেজার বিল্টু আরো বলেন, পারিবারিকভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।আমরা নিহত শিশুর লাশ দাফন কাফনের ব্যবস্থা করবো।