নিউজ ডেস্ক;আশুলিয়া থানা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালিত।
১৭ মার্চ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবার্ষিকী উদযাপনে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে গ্রামীন কনভেনশন সেন্টারে দোয়া মাহফিল ও কেক কেটে জন্মশতবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়।
এ সময় ছাত্রলীগ নেতা সোহেল রানা শুভ,ইব্রাহিম খাঁন,আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে প্রায় ২ থেকে ২৫০ জন ছাত্র লীগ নেতা কর্মিদের নিয়ে গ্রামীন কনভেনশনে যোগদান করে ছাত্র লীগের নেতাবৃন্দ। এ সময় মঞ্চে ছাত্র লীগের ঢাকা জেলা উত্তরের সংগ্রামী ছাত্রলীগ নেতা মনির খান উপস্থিত ছিলেন।।
এ ছাড়াও আশুলিয়া থানা ছাত্র লীগের নেতাকর্মী বৃন্দ আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠান শেষে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস কেক কেটে পালন করে।