বিশেষ প্রতিনিধি মোঃসোহাগ
আশুলিয়া বাইপাইলে পূর্ব শত্রুতার জেরে সুদখোরের হামলায় আহত একজন থানায় অভিযোগ ।
সাভারের আশুলিয়ার ব্যস্ততম এলাকা বাইপাইল বসুন্ধরা এলাকায় গত ২৫ জুন রাত ৮ঘটিকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয় রিপন নামের একজন এবং এলতোপারি ভাবে মারধর করে ফারজানা নামে একজনকে। আহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী ।আহত রিপনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়েছে বলে জানা যায়।
এই ঘটনায় রিপণের স্ত্রী ফারজানা আক্তার ২৬ জুন সকালে আশুলিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ্য করে যেমন(১)শুভ(২৫), পিতা নবাব আলী,(২)নবাব আলী(৪৫) পিতা হায়দার আলী,(৩)হামিদুল (৩৫)পিতা অজ্ঞাত(৪)বেলি আক্তার স্বপ্না(৩৫)পিতা রিয়াদ চৌধুরি (৫)মোহাম্মদ জাপান (৪৫)পিতাঃ মোঃ আব্দুল বেলাল সর্বসাং দৌলতপুর ঠাকুরগাঁও, বর্তমান ঠিকানা আশুলিয়া বাইপাইল বসুন্ধরা এবং অজ্ঞাত আরও ৮/১০জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীরা জানান আমরা এই সুদখোর পরিবারের বিচার চাই আমাকে একটি এনজিও সংস্থা থেকে লোন উঠিয়ে দিয়েছে আমি সেই লোনের টাকা পরিশোধ করেছি তারপরও তারা আমাদের উপরে হামলা করে আমাদের বাসা থেকে কন্টাকটারির বিল পাওয়া নগদ অর্থ লুটে নিয়ে যায় তারা।
বাইপাইল বসুন্ধরা এলাকার অনেকের সাথে কথা বলে জানা যায় নবাব ও বেলি দম্পতিরা প্রায়ই মানুষের সাথে গন্ডগোল ফ্যাসাদে জড়িয়ে পড়েন সুদের টাকা পয়সা নিয়ে তারা বিভিন্ন সমিতির থেকে মানুষকে লোন উঠিয়ে দিয়ে সেই লোন করা টাকায় সুদ দাবি করে মানুষের সাথে ঝামেলা তৈরি করে।কিছুদিন পূর্বেও বাইপেল বসুন্ধরা এলাকার মাসুদের বাড়িতে আরেকটি ভাড়াটিয়াকে সমিতির লোন উঠিয়ে দিয়ে টাকা পরিশোধ হওয়ার পরেও সুদ দাবি করে তার সাথে রাস্তায় মারামারি করে উল্টো তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে সেই মহিলাকে হয়রানি করেছে বলে জানা যায়।
এ বিষয়ে জানতে নবাব আলীর মোবাইলে যোগাযোগ করা হলে তার ছেলে শুভ বলেন আমার বাবা এখন কথা বলতে পারবে না তিনি মটোরগাড়ি একসিডেন্ট করেছে।আপনার সাথে পরে কথা বলবে।অপর আসামি হামিদুলের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি এসব বিষয়ে কিছু জানি না আমি কাজ করে খাওয়া মানুষ আমি সারাদিন কাজে ছিলাম কি হয়েছে কিছু জানিনা আপনি নবাবের সাথে কথা বলেন।
থানায় অভিযোগের বিষয়ে জানতে এসআই কাওসার হামিদের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান,মারামারি বিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।