উত্তরা(ঢাকা) ;-আশুলিয়ার স্কাইলাক্স কারখানার মালিক পলাতক থাকায় শ্রমিকেরা তার উত্তরা বাড়িতে ঘেরাও করে অবস্থান নিয়েছে
আজ ২০(ডিসেম্বর) সকাল ১০ .৩০ মিনিটের সময় আশুলিয়ার স্কাইলাক্স শ্রমিকদের কর্তনকৃত টাকা ফেরত ও কারখানা খুলে দেওয়ার দাবীতে ঢাকা উত্তরায় উক্ত কারখানার মালিকের বাড়ির সামনে শ্রমিকেরা ঘরাও করে অবস্থান নিয়ে বসে আছে।
এ ব্যাপারে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া কমিটির সভাপতি শ্রমিক নেতা ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বেতন থেকে ২ বছরের কর্তনকৃত টাকা পরিষোধ না করে ও বে আইনি ভাবে কারখানা বন্ধ করে স্কাইলাক্স এ্যাপারেলস লিঃ এর পালিয়ে যাওয়ার কারনে আজ ২০/১২/২০২০ ইং তারিখ মালিকের উত্তরা ১১ নাম্বার সেক্টর ৫ নাম্বার রোডের ৫১ নাম্বার বাড়ি ঘেরাও কর্মসূচিতে অবস্থান করছি (NGWF) এর পক্ষ থেকে।শ্রমিকের দাবী আদায় না করে আমরা কেউ ফিরে যাবো না। এই নেতা আরো বলেন,
অবশেষে উত্তরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আগামী মঙ্গলবার স্কাই লাক্স কারখানার মালিক প্রতিনিধিদের নিয়ে থানায় শ্রমিক ও মালিক পক্ষ উভয়ই ডেকে আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তার কথার আশ্বাসে শ্রমিকেরা আপাতত তাদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচী স্থগিত করেছে।