আশুলিয়া প্রতিনিধি (মোঃশরিফুল) ঢাকার আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় কাটাকাটির জেরে পোশাক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে জখম।
আশুলিয়া প্রতিনিধিঃ ( মোঃ শরীফুল) আশুলিয়া থানায় অভিযোগ সূত্রে জানা যায় তারই সহকর্মী কারখানা ছুটির পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে সামান্য কথা কাটাকাটির জেরে জখম করে । থানায় অভিযোগের কপিটি হুবহু তুলে ধরা হলো:
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ রওশন আলী (২৪), পিতা- মোঃ হেলাল মিয়া, সাং- আরিফপুর, থানা- মিঠাপুকুর, জেলা-রংপুর, বর্তমান- নিশ্চিন্তপুর বাবুর বাড়ির ভাড়াটিয়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা । থানায় হাজির হওয়া বিবাদী ১। মোঃ ইউনুছ (৩২) পিতা- কফিল উদ্দিন, সাং- বিহালী খামার, থানা- নাগরপুর, জেলা- টাঙ্গাইল, বর্তমান – নিশ্চিন্তপুর তালতলা, থানা – আশুলিয়া, জেলা- ঢাকা, ২ । মেজর (৩৫), পিতা- অজ্ঞাত, সাং – ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ, থানা- আশুলিয়া, জেলা- ঢাকাদ্বয়ের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি আমার বর্তমান ঠিকানায় ভাড়া থাকিয়া নিশ্চিন্তপুর অনন্ত গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরী করি । উক্ত বিবাদীগণ একই ফ্যাক্টরিতে চাকুরি করে । গত ইং- ১১/১২/২০২০ তারিখ সন্ধ্যা অনুমান ০৫ : ৩০ ঘটিকার সময় আমি অফিস ছুটির পর বাসায় ফেরার পথে নিশ্চিন্তপুর অনন্ত গার্মেন্টস ফ্যাক্টরীর গেইটের সামনে পৌছাইলে উক্ত বিবাদীহণ আমাকে রাস্তার মধ্যে গতিরোধ করিয়া এলোপাতাড়ী ভাবে মারধর করে । আমার নাকে, মুখে ঘুষি মারে এবং বিবাধী ইউনুছ সুতা কাটার ( নাইফ ) দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার পেটে পার মারে । আমি হাত দিয়ে ঠেকাইলে আমার ডান হাতের বাহুতে কাটা রক্তাক্ত জখম হয় । এরপর আমার বাম গালে পার মারিয়া কাটা রক্তাক্ত জখম করে । আমার ডাক চিৎকারে লোকজন আগাইয়া আসিলে আমাকে সুযোগ মত পাইলে আমাকে দুনিয়া হইতে সরাইয়া দিবে মর্মে জানাইয়া প্রাণ নাশের হুমকি প্রদান করিয় চলিয়া যায় । আমি চিকিৎসা গ্রহন করিয়া এবং ঘটনার বিষয় আত্মীয় – স্বজনদের সহিত আলোচনা করিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল ।
অতএব, উপরোক্ত বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করিতে মর্জি হয় ।
এ ব্যাপারে পুলিশ অফিসার জসিম বলেন অভিযোগের বিষয়টি আমরা তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে