আজ ২৫(ডিসেম্বর)২০২০ ইং তারিখ সকাল ১০ :৩০ ঘটিকায় আশুলিয়ার বগাবাড়ী জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (NGWF) শাখার উদ্দেগে এবং united Federation of Danish workers(3f) এর সহযোগীতায়। করোনাকালিন সময় ছাটাইকৃত কিছু শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আগবর হোসেন মৃধা,জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, একই সংগঠনের আশুলিয়া কমিটির সাধারন সম্পাদক হালিম,সাত্তার,সামিউল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।