নিউজ ডেস্ক ;-আশুলিয়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরীর লাশ উদ্ধারে পুলিশ।
ঘটনাটি ঘটেছে,০৫/১২/২০২০ইং আশুলিয়া থানাধীন জিরাবো এলাকার মিতু /সবুজের বাড়িতে। সরেজমিনে গিয়ে উপস্থিত জনতা ও নিকটতম প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, গলায় ফাঁস লাগানো মেয়েটির নাম আসমানি আক্তার পিংকি তার মায়ের নাম বেলি আক্তার বাবার নাম মৃত আঃ মতিন, তাদের বাড়ি বগুড়া জেলায় সোনাতলা থানায় , তারা ৬ /৭ মাস যাবৎ এই বাসায় এসেছে, পিংকি দেওয়ান ইদ্রীস আলী উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে পড়াশোনা করতো।নিহত পিংকির মা জিরাবো এলাকা সিলভার এপারেলস লিঃ চাকরি করতো, তিনি ও তার মেয়ে এবং ছেলে ইমরান লাঞ্চ টাইমে বাসায় দুপুরের খাবার খেতে আসলে ঘরের দরজা খুলতে বলে ডাকাডাকি করতে থাকলে, ভিতর থেকে কোন সারাশব্দ না পেলে ধরজা ভেঙ্গে ঘরে ঢুকেই দেখে গলায় ফাঁস লাগানো পিংকির নিথর দেহ।
তাদের কান্না চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে,ঘটনাস্থলে আশুলিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করছে, এলাকার স্থানীয় অনেক লোকজন জড়ো হয়েছে,
নিহতের বোন মিতা কাদতে কাদতে বলেন আমার বোন পিংকির সাথে নাইম নামের একজনের সাথে ভালোবাসার সম্পর্ক নিয়ে গতকাল সন্ধার দিকে ঝগরা হয় পরিবারের।
বিস্তারিত আসছে, পরবর্তি নিউজে