আশুলিয়ায় এ ওয়ান বিডি পোশাক কারখানার শ্রমিকদের দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে আশুলিয়া প্রেসক্লাবের সামনে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ সোহাগঃ- ঢাকার অদূরে আশুলিয়ায় ইপিজেড এলাকায় অবস্থিত এ ওয়ান বিডি গার্মেন্টস পোশাক কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে আসছে। এ ওয়ান বিডি ভুক্তভোগী শ্রমিকরা জানায় তারা দীর্ঘ ১১ মাস যাবত কোন বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে ,তাই তারা শ্রমিকরা বকেয়া বেতন পাওনাদি না পাওয়া পর্যন্ত আশুলিয়া প্রেসক্লাবের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবে না বলে সাফ জানিয়ে দেয়। লক্ষ করা যায় করোনাভাইরাস মহামারী সময় এই প্রচণ্ড শীতের ভিতর ঘন কুয়াশার ভিতরে শ্রমিকরা আশুলিয়া প্রেসক্লাবে অবস্থান নেওয়ায় শ্রমিকরা করোনাভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে,ভুক্তভোগী শ্রমিকরা করোনা কে উপক্ষা করে তাদের বকেয়া বেতনের জন্য অবস্থান ধর্মঘট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শ্রমিকদের ব্যাপারে বেপজা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় তারা তাদের সেই আগের কথাই বলে যাচ্ছে ব্যাংকিং প্রবলেম ও মহামান্য সুপ্রিম কোর্টের স্টে অর্ডার এর কথা তুলে ধরে।
শ্রমিকদের মানবেতর জীবন-যাপন আশুলিয়া প্রেসক্লাবের সামনে দেখে অনেক সাধারন মানুষ তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
শ্রমিকদের ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা হলে তাকে পাওয়া যায়নি।
তবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের -১ অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ নাসির জনি তিনি বলেন আমরা অসহায় বেতন বঞ্চিত শ্রমিকদের বিষয়ে বেপজা কর্তৃপক্ষের সাথে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি খুব দ্রুতই শ্রমিকদের সমাধান হবে বলে আশা করি।
এ ব্যাপারে শ্রমিক নেতা অরবিন্দু ব্যাপারি বিন্দু বলেন শ্রমিকদের বকেয়া বেতন না দেওয়া পর্যন্ত আন্দোলন অবস্থান চলবে,