নাজমুল হক ইমু ষ্টাফ রিপোর্টার:
আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় অতর্কিত হামলা চালিয়েছে স্থানিয় সন্ত্রাসীরা। গত সোমবার (৩১জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কাইচাবাড়ী বটতলা এলাকার মা সুইং নামক কারখানায় এ হামলা চালানো হয়।
এ সময় সন্ত্রাসীরা কারখানার ভেতরে প্রবেশ করতে না পেরে বাহিরে রাখা একটি মটরসাইকেল ভাংচুর করে। পরে কারখানার নির্বাহী পরিচালক শেখ আল মামুন বিপ্লব বাদী হয়ে ওই দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পোশাক কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. আসওয়াদুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়,কাইচাবাড়ী বটতলা এলাকার মো. মতি নামের এক ব্যক্তি কয়েকদিন আগে কারখানায় ঢুকে নির্বাহী পরিচালককে হুমকি-ধামকি দেয় এবং কারখানার শ্রমিকদের টিফিনের খাবার সর্বরাহ তার মাধ্যমে করতে হবে বলে জানায়। কারখানা কর্তৃপক্ষ তাকে এই কাজ দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে করতে বাহিরে চলে যায় মতি নামের ওই সন্ত্রাসী ।
টিফিনের খাবার দেওয়ার ঠিকাদারী না পেয়ে এর কয়েকদিন পর মতিসহ অপরিচিত কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। এসময় নিরাপত্তা কর্মীরা ভয়ে কারখানার মূল ফটক বন্ধ করে দিলে সন্ত্রসীরা ভিতরে প্রবেশ করতে না পেরে বাহিরে রাখা নির্বাহী পরিচালকের মটরসাইকেলটি ব্যাপক ভাংচুর করে।
এ ব্যাপারে মা সুইং এর নির্বাহী পরিচালক শেখ আল মামুন বিপ্লব বলেন, সন্ত্রাসীদের ভয়ে আমি চরম আতংকে আছি। যে কোনো সময় সন্ত্রাসীরা আমার উপর হামলা চালাতে পারে। ভয়ে ঠিক মত কারখানায় আসতেও পারছিনা।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসওয়াদুর রহমান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে