বিশেষ প্রতিনিধি;- আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
আজ ২০ জানুয়ারি সকাল ৯ টার সময়ে এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় হুজু বাইজু হ্যান্ড গ্লোবস ট্যানারি কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।বিক্ষোভ মিছিল টি কারখানা সামনে থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর বাইপেল মহাসড়ক জামগড়া ছয়তলা মেইন রোড প্রদক্ষিন করে। পুনরায় কারখানার নিকট তেতুলবাজারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এ সময় গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশুলিয়া কমিটির সভাপতি শ্রমিকনেতা রাকিবুল ইসলাম সোহাগ বলেন, গত ১৯ তারিখ শ্রমিকদের পূর্বের কাজের পিস রেট যেনো না কমানো হয় এবং শ্রম আইন অনুযায়ী কারখানা পরিচালনা করার জন্য শ্রমিকেরা কারখানা কর্তপক্ষের সাথে আলোচনা করতে চাইলে কারখানা কর্তপক্ষ শ্রমিকদের সাথে কোন আলোচনায় না বসে কারখানা উদ্দেশ্য প্রনোদিত ভাবে শ্রমিকদের উস্কে দেওয়ার জন্য কর্তপক্ষ বন্ধ রেখেছে। শ্রমিকদের ন্যায়সংগত দাবী কে কারখানা কর্তপক্ষ আমলে না নিয়ে শ্রমিকদের সাথে প্রতারনা মুলক অন্যায় ব্যবহার করছে অনতিবিলম্বে বন্ধ কারখানা খুলে দেওয়া সহ শ্রম আইন ২০০৬ অনুযায়ী কারখানা চালানোর জন্য হুজু বাইজু কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন, অন্যথায় কোন শ্রমিক অসন্তোষ দেখা দিলে কর্তপক্ষকে সব দায় ভার নিতে হবে বলে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিকনেতা আশিক,কামরুল ইসলাম ,বাচ্চু,মেহেদী হাসান,রাজন,সহ অন্যানো নেতৃবৃন্দ।
এ ব্যাপারে দায়িত্বরত ইন্ড্রাসটিয়াল পুলিশের সাথে কথা বলে জানা যায়, শ্রমিক অসন্তোষের জেড়ে কারখানা বন্ধ ঘোষনা করেছে। আমরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছি শ্রমিকদের কোন অভিযোগ থাকলে শ্রমিকের পক্ষ থেকে কারখানার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে অবশ্যই পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে,যে কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে, পুলিশের বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।