বিশেষ প্রতিনিধি, আশুলিয়ায় শ্রমিক নেতাদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।
মঙ্গলবার ২ ফেব্রুয়ারী বিকালে আশুলিয়ার ইউনিক এলাকার আমেনা ম্যানশন এর সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
এসময় মানববন্ধনে নেতারা বলেন, জেএইচএম নিটওয়্যার লিমিটেড কারখানার মালিক কর্তৃক কিশোর গ্যাং এর মাধ্যমে পূর্ব পরিকল্পিতভাবে ইউনাইটেড ওয়ার্কার্স ফেডারেশনের কর্মীদের ওপর যে হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে দোষীদেরকে ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি দেন নেতারা।
বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাভার উপজেলার সাধারণ সম্পাদক ও শ্রমিকনেতা মনজুরুল ইসলাম মন্জু সঞ্চালনায় ও বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স লীগের সাভার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ, বিল্পবী শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি ইমন শিকদার, বাংলাদেশ ট্রেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর ঢাকা জেলা সভাপতি মোঃ খোরশেদ আলম, গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স লীগের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান , বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর আশুলিয়া থানা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এর সাভার উপজেলা কমিটির সভাপতি আনিসুর রহমান ও বাংলাদেশ জাতীয় শ্রমিক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীনসহ প্রমুখ।
উল্লেখ্য গত ৩১শে জানুয়ারী রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার গাজীরচট ইউনিক বাসস্ট্যান্ড এলাকার আমেনা ম্যানশনে অবস্থিত জেএইচএম নিটওয়্যার লিমিটেড কারখানার সামনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউনাইটেড ওয়ার্কার্স শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জুলহাস হোসেন ভূঁইয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এঘটনার পরিপ্রেক্ষীতে সোমবার সকালে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তোভোগীরা।