বিশেষ প্রতিনিধি;-আশুলিয়া প্রেসক্লাবের সামনে শ্রমিকদের শান্তিপূর্ন মানববন্ধন সমাবেশে সন্ত্রাসি হামলার প্রতিবাদে সাভার আশুলিয়া ধামরাই শিল্পাঞ্চলের সকল শ্রমিক নেতৃবৃন্দ এক বিক্ষোভ সমাবেশ করেন।
শুক্রবার সকালে ডিইপিজেড শাহিন ফ্যাশন লিঃ এর কয়েকশ শ্রমিক তাদের দুই মাসের বকেয়া পাওনার দাবিতে আশলিয়া প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন সমাবেশের আয়োজন করে। শান্তিপূর্ন সমাবেশ চলাকালীন সময়ে একদল সন্ত্রাসি অতর্কিতে শ্রমিকদের উপর হামলা চালায়। হামলায় আহত হন শ্রমিক নেতা আনিস, মঞ্জু সহ শিল্পাঞ্চল পুলিশের কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনায় ঘটনাস্থল থেকে বাহাউদ্দিন নামে এক সন্ত্রাসিকে আটক করা হয়।
শান্তিপূর্ন মাববন্ধনে সন্ত্রাসি হামলার প্রতিবাদে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিক নেতারা আজ শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে এক বিক্ষোভ কর্মসূচী পালন করে। অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতা খোরশেদ আলম, কবির খান মনির, বাবুল হোসেন, মিজানুর রহমান মিজান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আহমেদ জীবন, আনিসুর রহমান আনিস, সরোয়ার হোসেন, আল কামরান, রাকিবুল ইসলাম সোহাগ, ইমন সিকদার, আব্দুল মজিদ প্রমূখ।
সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আটককৃত সন্ত্রাসি বাহাউদ্দিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শ্রমিকদের শান্তিপূর্ন মানববন্ধনে সন্ত্রাসি হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা না হলে সাভার আশুলিয়ার সকল শ্রমিকনেতা অবিলম্বে বৃহত্তর কর্মসূচী গ্রহন করবেন বলে হুসিয়ারি প্রদান করেন