ঢাকা জেলার আশুলিয়া থানাধিন বটতলা রুপায়ন এলাকায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে চলছে মেলা ও হাজারো মানুষের জনসমাগম। করোনাভাইরাসের ছড়ানোর আশাংকা সচেতন মহলের, এভাবে প্রতিনিয়ত মেলায় লোক সমাগম চলতে থাকলে ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে আশুলিয়া বাসীর জন্য। রুপায়ন গেটে মেলার ভিতর ঘুরে দেখা যায় কোন সামাজিক দুরত্ব দুরের কথা মাক্স পর্যন্ত কারো মুখে নেই, মেলার ভিতর নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোকানদার বলেন রুপায়ন মাঠে মেলার কোন ইজারাদার নেই কেউ কোন কিছু বলে না দেখে আমরা এখানে দোকান নিয়ে বসেছি তবে মসজিদের নামে কিছু টাকা দেওয়া লাগে আমাদের, সামাজিক দুরুত্ব ও মাক্স পরার বিষয় মেলায় আগতদের কাছে জানতে চাইলে অনেকে বলে মেলা না বসালে কি আমরা আসতাম বাচ্চাদের মন ভালো রাখার জন্য আমরা মেলায় ঘুরতে এসেছি মাক্স ব্যবহারের কথা বললে চলে যায়। সচেতন স্থানিয়দের সাথে কথা বলে জানা যায় সরাকার তো সব পার্ক ও বিনোদন কেন্দ্র করোনার কারনে বন্ধ রাখছে রুপায়ন এলাকায় কাদের পারমিশন নিয়ে মেলা চালাচ্ছে আমাদের জানা নেই তবে করোনা পরিস্থিতিতে এভাবে জনসমাগম না করাটা ভালো আমরা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।