বিশেষ প্রতিনিধি:-বহুল পরিচিত শ্রমিক সংগঠন “ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স” (ইউএফজিডব্লিউ) এর ৩০ সদস্য বিশিষ্ট সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ০৫/০৬/২১ ইং তারিখে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স (ইউএফজিডব্লিউ)’র কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ এর সম্মতিক্রমে এবং সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম স্বাক্ষরিত সংগঠনের প্যাডে, মোঃ ইমন শিকদারকে সভাপতি করে ৩০ সদস্যর সাভার, আশুলিয়া আঞ্চলিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স (ইউএফজিডব্লিউ)এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ ও সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলামের সঠিক নেতৃত্বে, আশুলিয়া আঞ্চলিক কমিটি এখন সুসংগঠিত ও শক্তিশালী। সেই সাথে শ্রমিকদের পাশে থেকে অধিকার আদায় সংগ্রামে কাজ করছে, পাশাপাশি যোগ্য নেতৃত্বে সংগঠনের নাম উজ্জ্বল করার নির্দেশনা প্রদান করেছেন । সেই সুবাধে, সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ইমন শিকদারকে সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলামের নেতৃত্বে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট থেকে সংগঠন পরিচালনার আহবান জানানো হয়েছে ।
উক্ত কমিটিতে মোঃ জসিম সরকার, মোঃ মহসিন, মোঃ জহির রায়হান, মোঃ নাজমুল ইসলামকে সহ-সভাপতি । কাজী মঈনুদ্দিন জামান ও মোঃ আরিফ হোসেনকে যুগ্ম – সাধারণ সম্পাদক। মোঃ ওয়াহেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মোঃ নজরুল ইসলামকে আইন ও দরকষাকষি সম্পাদক, রেহেনা আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক, লাভলী আক্তার ও নাজমা আক্তারকে কার্যকরি সদস্য করা হয়েছে। এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স (ইউএফজিডব্লিউ) কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ কাউসার আহম্মেদ পলাশ বলেন, উক্ত কমিটি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে, সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায়ে, স্বাধীনতা বিরোধী, জামায়াত শিবির, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূল করার মধ্যে দিয়ে শিল্প রক্ষা ও শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে এই কমিটি আত্মনিয়োগ করবে। এবং শতভাগ স্বচ্ছতার সাথে সংগঠন পরিচালনা করবে বলে জানান।