নিশাত জাহান নিশি:-ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায়-দুস্থ প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও মাক্স বিতরণ করলেন শ্রমিক নেতা সোহাগ।
ঢাকার লগোয়া আশুলিয়া শিল্পাঞ্চলে লক্ষ মানুষের বসবাস।এই শিল্পাঞ্চল এলাকায় সকলেই যার যার কর্ম ব্যস্ততায় নিয়েই সর্বদা পড়ে থাকে।
অন্যদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর গ্রামের অস্থায়ী বাসিন্দা ও খুলনা জেলার রুপসার কৃতি সন্তান মোঃ রাকিবুল ইসলাম সোহাগ সম্পূর্ণ ব্যতিক্রমী একজন মানুষ। তিনি পেশায় ছিলেন আশুলিয়া জামগড়া এলাকার সেতারা গ্রুপ পোশাক কারখানার তৃতীয় গ্রেডের একজন কর্মকর্তা। সেখান থেকেই তার এতদূর এগিয়ে যাওয়া। তার সাথে কথা বললে তিনি বলেন আমি চাকুরী যখন করতাম পোশাক কারখানায় তখন থেকে শিখেছি শ্রমের অধিকারের কথা,ছাত্র জীবনে অনেক সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে সর্বদা সবার আগের কাতারে ছিলেন তিনি। তিনি বর্তমানে বাংলাদেশের শ্রমিকের অধিকার আদায়ের প্রথম শ্রেণীর শ্রমিক সংগঠন গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের(gtwl) কেন্দ্রীয় সাংগঠনিক পদে আছেন। উক্ত সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক সফল নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা শাজাহান খান এমপি, এবং সাধারন সম্পাদক ছিলেন ইন্টারন্যাশনাল সংস্থা ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ গ্লোবাল কাউন্সিলের সভাপতি সদ্য প্রয়াত বিশিষ্ট সমাজসেবক শ্রমিকনেতা বদরুদ্দোজা নিজাম। বদরুদ্দোজা নিজাম কিছুদিন পূর্বে মারা গিয়েছেন।
শ্রমিকনেতা সোহাগের চিন্তা চেতনায় সর্বদা বঙ্গবন্ধুর আদর্শ লালিত তারই ধারাবাহিকতায় সর্বদাই তিনি অসহায় শ্রমজীবী দুস্থ প্রতিবন্ধী মানুষদের কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়ে আপ্রাণ চেষ্টা করে যায় সর্বদা।
তিনি কিন্তু শুধু শ্রমিক সংগঠক নয় তিনি পেশায় একজন মিডিয়াকর্মী। খুবই অল্প সময়ে লেখালেখির মাধ্যমে সরকারি প্রিন্ট মিডিয়ার অন্তর্ভুক্ত জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করার সুযোগ পেয়েছেন।বর্তমানে তিনি(স্বদেশ গ্রুপের প্রতিষ্ঠান) জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সেখানেও তিনি অনেক দূর এগিয়ে গিয়েছেন বর্তমান সময়ে সাংবাদিক ও রিপোর্টারদের উন্নয়নে কাজ করা সামাজিক সংগঠন সরকার কর্তৃক নিবন্ধনকৃত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক পদে তিনি নিযুক্ত হয়েছেন ।
তিনি এতটাই সামাজিক ব্যক্তি এবারের এই করোনা মহামারীর ভিতর ঈদুল আযহা কুরবানী ঈদে অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে ঈদের শুভেচ্ছায় দেওয়া ব্যানার-ফেস্টুন করা বন্ধ রাখে।তিনি সকলের প্রতি আহ্বান জানান এই ঈদে ব্যানার-ফেস্টুনে আমরা যেই টাকাটা খরচ করবো সেই টাকাটা দিয়ে আমি আমার পাশে থাকা অসহায় মানুষদের সহযোগিতা করবো আপনিও করতে পারেন ।
তারই ধারাবাহিকতায় আজ ১৯ জুলাই বিকাল পাঁচটায় গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের আশুলিয়া অফিস থেকে অসহায় অক্ষম দুস্ত প্রতিবন্ধীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নগদ অর্থ ও মাক্স বিতরণ করা হয়। এসময় তিনি বলেন আজ আমি আত্মতৃপ্তি পেয়েছি মানুষের পাশে দাঁড়াতে পারে। অতীতেও আমি ও আমার সহযোদ্ধারা সহকর্মীরা অনেক মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি এখনও করেছি ভবিষ্যতও আমাদের এই সহযোগিতা চলমান থাকবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসায়ে নূরে মদীনা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মোঃ ফারুক নোমানী, উপস্থিত ছিলেন গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের নেতাকর্মীদের ভিতর,নাজমুল হক ইমু, আলহাজ্ব মাসুদ পারভেজ,মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান রানা, সবিতা রানী, ইয়াসমিন বেগম প্রমুখ।
এসময় প্রতিবন্ধী শিশু ও অক্ষম ব্যক্তিরা নগদ অর্থ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা অনেকে আবেগ প্রলুব্ধ হয়ে পড়ে। তারা বলেন আমাদেরকে আপনি অনেক সহযোগিতা করেন আমাদের পাশে আরেকটু যদি সহযোগিতা করতেন আমরা একটু খেয়ে পড়ে বেঁচে থাকতে পারতাম। আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি আপনার জন্য দোয়া কামনা করি আপনি আমাদের পাশে থাকবেন সর্বদা সবসময়।