এবার ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করতে নেওয়ার জন্য ছিন্নমূল, অসহায়, অনাথ মানুষেরা যারা ঈদে ভালো খাবার পায়নি তাদের মুখে ভালো খাবার তুলে দেওয়ার উদ্যোগ নেন হিরো আলম। এরই অংশ হিসেবে বগুড়ার বিভিন্ন এলাকার ছিন্নমূল মানুষের নিকট নিজ বাড়িতে রেঁধে খাবার নিয়ে যান।
হিরো আলম বলেন, আমি আগে এতো চিন্তা করতে পারতাম না। ধীরে ধীরে মানুষ যখন আমাকে হিরো আলম হিসেবে চিনতে শুরু করে, রাস্তায় আমাকে দেখলে ভিড় করে তখনই আমা’র মা’থায় নতুন নতুন চিন্তা কাজ করতে শুরু করে। মানুষের জন্য ভাবতে শুরু করি। ঈদে আমা’র মনে হয়েছে অনেক মানুষ ভালো খাবার পায়নি। অনেক মানুষ না খেয়েও থেকেছে। আমা’র কিছু করার ইচ্ছা করে। কিন্তু আমা’র তো অনেক টাকা নাই।