স্টাফ রিপোর্টার :মোঃ সোহাগ :- করোনার প্রভাব গার্মেন্টস সেক্টরে চাকুরির হাহাকার চলছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়া তে সরে জমিনে গিয়ে দেখা যায় হাজারো শ্রমিক চাকুরির জন্য ঘুরে বেড়াচেছ তারা সকলেই চাকুরি প্রত্যাশি। একদিকে করোনা অন্যদিকে বন্যা দুই মিলিয়ে দেশকে নাকাল করেছে। বৈশ্বিক পরিবর্তন ও রেশারেশির কারনে পৃথিবী তার নিজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। একটার পর একটা বিপদ পৃথিবীসহ সহ সব যায়গায় ধেয়ে আসছে।