কষ্ট জীবন পাথর শ্রমিক
—–+ পি এম জাহাঙ্গীর আলম
অগ্নি শিহরে প্রভাতের রবি
ঘুম ভাঙ্গার পর থেকে শুরু
একদিকে পরিবার অন্য দিকে কর্ম
দু’ দিক গুছিয়ে খাবারের বাটি হাতে নিয়ে
পথ চলা অফিসের দিকে
এক মিনিট লেট হলে দাড়িয়ে থাকতে হয় অফিসের গেইট এ,
তখন শুধু ঝর ঝর করে আঁখির কোন থেকে ঝড়ে পড়ে অশ্রুর ফোটা
তখন শুধু মনে হয় আমি হলাম
কষ্ট জীবন পাথর শ্রমিক।
কষ্ট বুঝেনা জীবন সাথী তবু সে জীবন সংগী
আমি যে চোট্ট ঘরের অবলা নারী
তাই শত কষ্ট যেন আমার কাছে পানি
বাবার অর্থ নেই বলে গার্মেন্টসে কাজ করি
মাস শেষে মায়না ফেলে দুঃখ বুঝে না স্বামী
তাই নিরব হয়ে ভাবি আমি যে
কষ্ট জীবন পাথর শ্রমিক।
অফিসে বসের বকাবকি ঘরে গেলে স্বামীর
রাত কাটে টানাটানি সকালে চুলার ঘরে
এক হাতে সাতসাজে এই তো মোর সুখ
তাই নিজের সুখ বিলিয়ে দিলাম
কষ্ট জীবন পথর শ্রমিক এর মাঝে।
২৩/০৮/২০২০