গাজীপুর প্রতিনিধিঃ- কালিয়াকৈর চান্দুরায় ফের আগুন শ্রমিকের বসত ঘরে পুড়ে ছাই
১ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার, কালিয়াকৈর পৌর সভা ৭ নং ওয়াডের চান্দরা উত্তর পাড়া মোঃ চান মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৩ টিরও অধিক টিনের ঘর শ্রমিকরা বাসা ভাড়া থাকা ঘর পুড়ে ভস্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় চান মিয়ার বাসা চান্দরা এলাকায় এ অগ্নিকান্ডের সৃষ্টি হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, কালিয়াকৈর পৌর সভা মাদরাসা পাশে চান মিয়ার বাসা থেকে প্রথমে আগুনের সূত্র পাতের সৃষ্টি হয়।পরে আগুনের লেলিহান শিখায় পাশের বাড়ি গুলোতে আগুন ছড়িয়ে পরে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে।
ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্থলে এসে প্রানপন চেষ্টা চালিয়ে প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কালিয়াকৈর ফায়ার সার্ভিস।
তবে আগুন লাগার সঠিক কারণ এখনো যানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোঃ সফিউল্লা ভুইয়ার ৮ টি টিনের ঘর এবং চান মিয়ার ৫ টি টিনের ঘর।
মালিকদের দাবি প্রায় ৭/ ৮ লক্ষ টাকার উপরে ক্ষয় – ক্ষতি হয়েছে।
এসময় আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর থানা পুলিশ, আনসার, সেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন,আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে এখনও পযর্ন্ত ক্ষতির পরিমাণ সঠিক ভাবে জানা সম্ভব হয়নি।