কাশেমপুর প্রতিনিধি : কাশেমপুরে পোশাক শ্রমিক ধর্ষনের স্বীকার :আটক পাঁচ জন। গাজিপুর জেলার কাশেমপুর থানাধিন হাজী বাড়ি মতিন গেট এলাকার ড্রিম ফ্যাশন পোশাক কারখানার শ্রমিক রিতু (২০)কে গত রাতে আনুমানিক ১টার সময় কারখানা ছুটির পড়ে বাসায় যাবার পথে, হাজী বাড়ির মতিন গেট এলাকায় সহকর্মী উজ্জলের সাথে বাসায় পৌছে দেওয়ার অজুহাত দেখিয়ে, শ্রমিক রিতু ও উজ্জল কে দার করায় তাদের পরিচয় কি এত রাতে রাস্তায় কেন বিভিন্ন কথাবার্তার এক পর্যায়ে উজ্জ্বল কে মারধোর শুরু করে এবং পোশাক শ্রমিক রিতু কে প্রায় ১০০ গজ দুরে নিয়ে যায় ধর্ষণকারী তিনজন, তারা প্রত্যেকে পালাক্রমে ভুক্তভোগী শ্রমিককে ধর্ষন করে, ধর্ষণকারীরা এত ভয়ানক ধর্ষনের পর তারা আবার কারখানার কর্তৃপক্ষের কাছে ফোন করে ৫০০০০ টাকা দাবি করে। ড্রীম নীটওয়ারের মালিক ঘটনাটি কাশেমপুর থানা কে অবহিত করলে, কাশেমপুর থানা পুলিশের তাৎক্ষনিক অভিযান চালিয়ে ভুক্তভোগী শ্রমিককে উদ্ধার সহ তিনজন আটক করে। পরবর্তীতে ভুক্তভোগীর কাছ থেকে ঘঠনার বিবরন শুনে ও আটক আসামীদের তথ্যের ভিত্তিতে বাকি দুইজন আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদের মধ্যে আক্তার মোল্লা শাহাদাত অন্যতম ছিলো শোনা যাচ্ছে। এ ব্যপারে কাশেমপুর থানার ওসি মাহাবুবে খুদা বলেন আমরা ভুক্তভোগী কিশোরী কে উদ্ধার সহ পাঁচজন আসামী আটক করতে সক্ষম হয়েছি ভুক্তভোগী কে পরিক্ষা করানোর জন্য ঢাকা মেডিকেলে প্রেরন সহ সকল আসামীদের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করা হচ্ছে। অন্যদিকে কাশেমপুর থানায় উপস্তিথ মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের কেন্দ্রীয় শ্রমিকনেত্রী সালেহা ইসলাম শান্তনা বলেন পুলিশ আসামীদের দ্রুত গ্রেফতার করায় পুলিশ কে ধন্যবাদ জানিয়েছে এবং আটককৃত সকল আসামীদের ফাঁসির দাবীতে আগামীকাল সকাল ১০ টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচির ঘোষনা দিয়েছে,উক্ত কর্মসুচি সফল করার সংহতি জানিয়েছে গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের শ্রমিক নেতা রাকিবুল ইসলাম সহ আরো অন্যানো নেতৃবৃন্দ।