কাহারোলে ৪নং তারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কা ধর্ম নারায়ণ রায়ের গনজোয়ার
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।দিনাজপুর জেলার কাহারোলকাহারোলে ৪নং তারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কা ধর্ম নারায়ণ রায়ের গনজোয়ার।পরিদর্শনে দেখা যায় উপজেলার ৪নং তাড়গাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ধর্ম নারায়ণ রায় প্রচারনার শীর্ষে।
জানা যায়,ধর্ম নারায়ণ রায় প্রচারনার শীর্ষে।
উত্তরাইল ও বাইশপুর গ্রামের একজন নিষ্ঠাবান, ন্যায় নীতি পরায়ণ উদার ব্যাক্তি।তিনি আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করছেন। তিনার ওয়ার্ডে খোঁজ নিয়ে দেখা যায়, জনগণ তাকে এবার ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভোটারদের ভাষ্য মতে তিনি এবার ব্যাপক ভোট পেয়ে নির্বাচিত হবেন।
এ বিষয়ে ধর্ম নারায়ণ এর সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানায়,আমি জনগণের সুখে দূখে পাশে থাকবো, জনগণের সেবাই নিজেকে নিয়োজিত রাখতে চাই।