কুড়িগ্রাম এ শীতার্তদের কম্বল বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
শামীম হোসাইন, রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের ধরলা সেতু এলাকায় র্যাব-১৩ এর উদ্যোগে ১ হাজার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী বলেন র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব আইন শৃংখলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছেন তারই একটি উদাহরন কুড়িগ্রামের শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন।
এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গন শিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, সংসদ সদস্য এম এ মতিন, সংসদ সদস্য পনিরউদ্দিন আহমেদ, সংসদ সদস্য আসলাম হোসেন , র্যাবের মহা পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপি এম, জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, র্যাব ফোর্সেস অতিরিক্তি মহা পরিচালক অপারেশন কর্নেল কে এম আজাদ প্রমুখ।