*** আসুন যুবসমাজকে রক্ষা করি মাদক কারবারি দের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি ***
কুড়িগ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম সদরে ২৩ কেজি গাঁজা ও ভূরুঙ্গামারী থানায় ১২ কেজি গাঁজা সহ মোট ৩৫ কেজি গাঁজা উদ্ধার ;
২৬/১২/২০২১ ইং ভোররাতে সদর থানা এলাকায় একটি পিকআপ ভ্যানে ২৩ কেজি গাঁজা পরিবহনের সময় মিজানুর রহমান সাং-হাসনাবাদ থানা- নাগেশ্বরী জেলা- কুড়িগ্রামকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
**ভূরুঙ্গামারী থানার অপর এক অভিযানে পলাতক আসামি বেলাল হোসেন, পিতা- মান্নান, সাং- দক্ষিণ বাঁশজানি, থানা-ভূরুঙ্গামারী দুইটি স্কুল ব্যাগে গাঁজা পরিবহনের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়, ফেলে যাওয়া ব্যাগ দুটি হতে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
উক্ত বিষয়ে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।