রুপসা থেকে কাজী মামুন ‘:- খুলনায় রুপসা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে তিন মাদক ব্যাবসায়ি আটক । রুপসা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনে এন চৌকস নির্দেশনায় রূপসা থানা এসআই(নিঃ) মনোজ কুমার ঘোষ সঙ্গীয় অফিসারসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং ২২/০৮/২০২০ তারিখ নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রাম হইতে মাদক ব্যবসায়ী ১. মোঃ জসিম ফরাজী (২৪), ২.মোঃ লিটন মোল্লা @ লিটু (৩৫) দ্বয়কে আটক করতঃ নিয়মিত মামলা রুজু হইয়াছে এবং সিআর মামলার আসামী সুজন হাওলাদারকে গ্রেফতার করিয়া সকল আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।