পূর্ব রুপসা ঘাট পারাপার আগে ভাড়া নেওয়া হত তিন টাকা লোক নেওয়া হত পঁচিশ জন।দূর্যোগের কারনে ভাড়া নির্ধারণ হল পাঁচ টাকা আর লোক নেয়ার কথা পনের জন। ভাড়া ঠিক পাঁচ টাকা দেওয়া লাগে কিন্তু লোক নেয় আগের মতোই। এনিয়ে কউ প্রতিবাদ করলে মাঝিদের দ্বারা তাকে অপমান অপদস্ত হতে হয়।বিষটি প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি।