নিউজ ডেস্ক :-খুলনা রুপসায় শ্রমিকলীগ নেতার স্ত্রী সহ আটক চারজন
স্বামী শ্রমিকলীগ নেতা স্ত্রী সব ক্ষমতা পেয়ে গেছে পুলিশ তার পকেটের টিস্যু সমান মনে করেছে(!)
আজ দুপুড় ১২ঃ৩০ ঘটিকার সময় খুলনা খাঁনজাহান আলী রূপসা ব্রীজের টোল প্লাজায় টোল কালেক্টরের সাথে টোল দেওয়া নিয়ে ঝামেলা সৃষ্টি হয় টোলপ্লজায় ডিউটিরত চার পুলিশ বিষয়টি সমাধানে এগিয়ে আসলে কারে থাকা রূপসা উপজেলা শ্রমিকলীগ নেতা মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার সহ চার জন দায়িত্বে থাকা পুলিশের গায়ে হাত তুলে শ্লীনতাহানি করে পুলিশের গায়ে হাত তুলে শ্রমিকলীগ নেতার স্ত্রী শুধু গায়ে হাত তুলা নয় চাকরি খায়ে নিবো এমন হুমকি দেয় ঘটনার সাথে সাথে জেলা পুলিশ কন্ট্রোলকে বিষয়টি অবিহিত করলে ঘটনার সাথে জরিত মহিলা সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
আপনি নেতা অপরাধ করবেন আবার পুলিশের গায়ে হাত তুলবেন পুলিশ আঙ্গুল চুষবে সেই দিন আর নেই। অপরাধ করে কেউ পার পাবেন না আপনি যেই হোন এটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। আগে নিজে ভাল সংশোধন হবেন পুলিশ আপনাকে সহায়তা করবে।