জেলা প্রতিনিধি :- খুলনা ৪-আসনের মাননীয় সাংসদ আব্দুস সালাম মূশের্দীর সহযোগিতায় চালু হতে যাচ্ছে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের অপারেশন
খুলনা-৪আসনের এমপি আব্দুস সালাম মূশের্দী’র সার্বিক সহযোগিতায় দীর্ঘদিন পর চালু হতে যাচ্ছে রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের অপারেশন।
বিভিন্ন সমস্যার কারনে স্বাস্থ্য কমপ্রেক্সে সকল ধরনের অপারেশন দীর্ঘদিন বন্ধছিল।
অপারেশন বন্ধ থাকার কারনে রূপসা উপজেলাবাসীকে অনেক ভোগান্তির স্বীকার হতে হয়েছে।
০২/০৯ বুধবার এমপি মহোদয়ের একটি প্রতিনিধি দল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ অানিসুর রহমানের সাথে মতবিনিময় করেন।
এসময় ডাঃ আনিসুর রহমান বলেন,
অপারেশন চালু করতে হলে এ্যানাস্থাশিয়া (অজ্ঞান) করার চিকিৎসক দরকার।
এটার কারণে সব ধরনের অপারেশন দীর্ঘদিন বন্ধ ছিল
অজ্ঞান করা চিকিৎসক হলে হাসপাতালে পূনরায় ছোট বড় সব ধরনের অপারেশন করা সম্ভব হবে।
এমপি আব্দুস সালাম মূশের্দী সকল সমস্যার কথা শুনে অল্প টাকায় অপারেশন চালু করা সহ সব ব্যবস্থা করেন এবং অল্প সময়ের মধ্যে ও’টি চালু করার নিদের্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও অধ্যক্ষ ফ ম আঃ সালাম, এমপি’র এপিএস আকতার হোসেন, কো-অর্ডিনেটর নোমান ওসমানী রিচি, উপজেলা আয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, সাবেক ইউপি সদস্য তাহিদুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আজমল ফকির, , ছাত্রলীগ নেতা খায়রুজ্জামান সজল প্রমূখ।