কাশেমপুর প্রতিনিধি :গাজিপুর জেলার- কাশেমপুরে পোশাক শ্রমিক হত্যা মামলার ১ নং আসামি গ্রেপতার :-বিস্তারিত :-গাজীপুরের কাশিমপুর থানার (দঃ)জরুন এলাকার মুকুল হত্যার প্রধান আসামি মনির কে গ্রেফতার করা হয়েছে। ৩১ শে আগস্ট বরিশালের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। কাশিপুর থানার উপ-পরিদর্শক সাইফুর রহমান মুন্সি জানান তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বর্তমানে কাশিমপুর থানা হাজতে আছে।জানা যায় গাজীপুরের কাশিমপুরে ডেল্টা গার্মেন্টস কোম্পানির পাশে সোহেল খানের বাড়িতে এক পোশাক শ্রমিকের গত ২৭ শে আগস্ট রহস্যজনক মৃত্যু হয়েছে ।নিহত পোশাক শ্রমিক মুকুল মিয়া (২৬) তারাভিটা গ্রামের জামালপুর সদর থানার নুরুল ইসলামের ছেলে। গাজীপুর মহানগরের ডেল্টাকম্পোজিট পাশে সোহেল খানের বাড়িতে বাসা ভাড়া নিয়ে স্থানীয় ইসলাম গার্মেন্টে চাকুরী করতেন ।নিহতের বাবা নুরুল ইসলাম জানান, গত ২৬ শে আগস্ট রাতে মনির ও বাড়িওয়ালা সোহেল খান ফোনের মাধ্যমে আমার ছেলে মুকুল মোবাইল চুরি করেছে এই বলে ফোনে বকাঝকা করে এবং ছেলে মেরে ফেলার হুমকি দেয় । নিহতের বাবা আরো জানান আমার ছেলেকে ডেকে নিয়ে বাড়িয়ালা ও এলাকার নেশাগ্রস্থ বকাটে মনির পরিকল্পিত ভাবে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে বাহির থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়।নিহতের বাবা নুরুল ইসলাম জানান তার ছেলেকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে ঘাতক মনির বাড়িয়ালা সোহেল খান পালিয়ে যায়। আমি প্রধান আসামি মনির গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করি এবং মনিরের সর্বোচ্চ বিচার মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের কাছে ফাঁসির দাবি জানাই। অন্য আসামিদের কে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা হয়।কাশিমপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি মাহবুবে খোদা জানান বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।