কালিয়াকৈর প্রতিনিধি :– কালিয়াকৈর উপজেলায় গাজীপুর হরকতি তলা অবস্থিত নুর গ্রুপ লিমিটেড এর গার্মেন্টস শাখা ৩১/০৮/২০ ইং তারিখ (সোমবার) ১/০৯/২০ ইং (মঙ্গলবার) নুর গ্রুপের গার্মেন্টস বিভাগের সকল সেকশন অনিবার্যিত কারণে
বন্ধ করা হইল এমন নির্দেশনার নোটিশ লটকানো হয় নুর গ্রুপ এ গেইটে।
গতকাল নুর গ্রুপ এ সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ চলছিল।
এডমিন অফিসে বেলাল নামের এক শ্রমিককে আটক রাখার খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে এই শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়।
শ্রমিকদের দাবী গত কয়েক মাস যাবদ শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক রিজাইন রেখে শ্রমিক ছাটাই করেছেন,কিছুদিন আগে শ্রমিকদের যাতায়াতের জন্য বিভিন্ন এলাকায় গাড়ি ছিল সেই গাড়ি বন্ধ করে দিয়ে শ্রমিকদের চাপেফেলে রিজাইন রেখে শ্রমিক ছাটাই করেছেন।
কিন্তু বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোন পাওয়ানাদী দেইনি নুর গ্রুপ এর মালিক পক্ষ, বলে অভিযোগ করেন।
গতকাল এডমিন ম্যানেজার শ্রমিকদের বাসায় চলে যেতে বলে আর বলেন আজ ছুটি আগামীকাল তোমরা সবাই কাজে আস আর কোন শ্রমিক ছাটাই করা হবে না।
আজ সকালের কাজে গেলে কারখানার কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগদান করতে বাধা দিলে।
শ্রমিকরা চান্দরা জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল মাঠে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করতে থাকে।
কালিয়াকৈর উপজেলা শাখা কমিটির কয়েকটি গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর পক্ষ থেকে প্রতিনিধিরা এসে শ্রমিকদের সাথে আলোচনা করে বিক্ষুব্ধ শ্রমিকদের সান্ত্বনা দিলে বাসা চলে যেতে বলেন এবং শ্রমিকরা বাসায় চলে জান।