নিউজ ডেস্ক :- মঙ্গলবার রাতে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এসি (কোতোয়ালি) নোবেল চাকমা।
এ ব্যাপারে সিএমপির ডিসি (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটির ওপর ভিত্তি করে বাবলুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। প্রকৃত ঘটনা জানতে তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
এর আগে একই দিন দুপুরে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার ২৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাদারবাড়ির টং ফকির মাজার লাইনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সঙ্গে ছিলেন বাবলুর মা জোছনা ও তার ভাই জিতুর স্ত্রী সানজিদা।