স্থানিয় নির্বাচন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া বিষয়টিকে গুজব বলেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ।
সম্প্রতি ফেইসবুকে ডিবিসি নিউজের সূত্র দেখিয়ে একটি ফেক নিউজ ভাইরাল হয়েছে।
গতকাল বুধবার (৫ আগস্ট) থেকে অনেকে ফেইসবুকে প্রচার করতে থাকেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হওয়ার জন্য যথাক্রমে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ও এসএসসি থাকতে হবে।
ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে যোগ্যতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে যোগ্যতার বিষয়ে কোন ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের কোন তথ্যের অপপ্রচার থেকে বিরত থাকার জন্যও জানানো হয়।
এটি কেউ নিজ স্বার্থে করেছে বলেও ধারণা করা হচ্ছে