বার্তা সম্পাদক :মোঃসোহাগ :– মিরপুর ১৪ নম্বর পাওয়ার ভেনটেক্স লিঃ এর শ্রমিকদের ঈদের ছুটি ১১/৮/২০ তারিখ পর্যন্ত দিয়ে মালিক কারখানাটি টঙ্গী বিসিক এলাকা স্থানান্তর করতে চেয়ে ছিলেন, শ্রমিকরা বিষয়টি আমাদের সংগঠনকে অবগত করেন,আমরা গত বুধবার থেকে শ্রমিকদের আইন গত দাবী নিয়ে ছোট ছোট আকারে মিটিং করে, তাদেরকে ঐক্য বদ্ধ করি,আজ সকালে শ্রমিকরা কারখানার গেটে আসলে কারখানাটি বন্ধ ও গেটে তালা ঝুলছে দেখে সকল শ্রমিকরা আন্দোলন করার জন্য রাস্তা অবরোধ করেন, আমরা মিরপুরের সকল নেতৃবৃন্দ উপস্তিত হয়ে, তাদেরকে নিয়ে বিজিএমইএ উদেশ্যে মিছিল নিয়ে বিজিএমইএ অফিস ঘেরাও করি,আজ সরকারি ছুটি থাকা সত্বেও পরে বিজিএমইএ কর্মকর্তারা মালিক পক্ষের প্রতিনিধি নিয়ে আসেন,পরে শ্রমিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ সহযোগিতায় আলোচনায় বসেন,মালিক পক্ষ যেসব শ্রমিকরা ওখানে যাবে না,তাদের কে শ্রম আইনের ২৭ ধারায় পাওনা পরিশোধ করার চেষ্টা করেছে, শ্রমিক নেতৃবৃন্দরা জোরালো ভূমিকা পালন করায় ও শ্রমিকরা ঐক্য বদ্ধ থাকায় আলোচনা শেষে শ্রম আইনের ২০ ধারায় সকল শ্রমিককে আগামী ২০/৮/২০ তারিখে কারখানা থেকে সকল পাওনা পরিশোধ করবেন বলে এক সমোঝোতা চুক্তি স্বাক্ষর হয়। সবাই দোয়া করবেন, এভাবেই যেনো শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায়।শ্রমিকের অধিকার ফিরে পেতে আরো কয়েকটি শ্রমিক সংগঠনের প্রতিনিধি উপস্তিথ ছিলেন