দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ মিথুনসহ নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের মধ্যে ব্যাংক কর্মকর্তা, প্রকৌশলী, শিক্ষক ও আওয়ামীলীগ নেতা। আজ শনিবার ( ৮আগষ্ট) প্রাপ্ত ফলাফলে তাদের দেহে করোনা পজিটিভ আসে।
তারা হলেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান(৩৯), পার্বতীপুর সোনালী ব্যাংক অফিসার মাহফুজুর রহমান(৫৫)। তিনি বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক রুবিনা আক্তার (৪৫)।
পৌর সভার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজবাউল ইসলাম টুকুন(৩৪), ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি বাবুপাড়ার সাদ আলী(২৭), মন্মথপুর উত্তর পাড়ার কাইয়ুম ইসলাম(২৫) ও শহীদ হাটের সাইদুল হক (৩৫)।
এর আগে দিনাজপুর সদরের ঠিকানায় আক্রান্ত হয়েছেন পার্বতীপুর উপজেলা প্রকৌশলী শামীম আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী আজ শনিবার (৮ আগষ্ট) সকালে নমুনা পরীক্ষা করতে দেন। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে পার্বতীপুর উপজেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৬। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৩৮জন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন