দুই মাসের বেতন না দিয়ে মালিক পলাতক, শ্রমিকদের বিক্ষোভ
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে পলাতক
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) সকাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১ টা বাজে আশুলিয়ার হলি ক্রিসেন্ট স্কুল রোড এলাকায় অবস্থিত ‘স্মার্ট নীটওয়্যারস লিমিটেড’ কারখানার প্রায় ১৯০ জন শ্রমিক অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছেন।শ্রমিকেরা বকেয়া বেতন না পেয়ে ঘরে ফিরবে না মেশিনের চাকা ও সচল করবে না বলে সাফ জানিয়ে দেয়।
শ্রমিকরা জানায়, গত দুই মাসের বেতন না দিয়ে কারখানার মালিক পলাতক রয়েছে।
কারখানাটির শ্রমিক অপারেটর রুনা আক্তার বলেন, দুই মাসের বেতন নেই। বাড়ির মালিক আমাদের নানা কথা বলছে, বাসায় থাকতে পারছি না। দোকানে খরচের টাকা বাকি।
আমরা বেতন না পেলে বাসায় থাকতে পারবো না বাড়িয়ালা বাড়ি ভাড়ার জন্য একজন মহিলা শ্রমিকের গায় হাত তুলছে অনেক বকাবাজি করেে চলছেই। তাই বেতন না পাওয়া পর্যন্ত কারখানার ভিতর থেকে যাবো না। আমরা কাজ করতে চাই, কারখানার মালিক আমাদের বেতন দিয়ে আবার কারখানা চালু করুক।আমরা সঠিকতর কাজ করে যাবো।
এ বিষয়ে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ সভাপতি আল কামরান বলেন, বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কারখানা থেকে শ্রমিকেরা যাবে না বকেয়া বেতন নিয়েই বাসায় ফিরবে যদি কারখানার মালিক আগামিকালের ভিতর শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ না করে তাহলে কঠোর আন্দোলনের হূশিয়ারি দেন শ্রমিকনেতা আল কামরান,সহ অন্য শ্রমিকনেতারা, শ্রমিকের বকেয়া বেতনের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লিগের সাভার আশুলিয়ার আহাবায়ক রাকিবুল ইসলাম সোহাগ বলেন, আমরা শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা, কারখানাটির বিষয়ে বিজিএমই-বিকেএমই সহ কলকারখানা অধিদপ্তরের জানিয়েছি। আমরা প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে এতগুলো শ্রমিক রাতে কারখানায় অবস্থান নিলে কোন ক্ষয়ক্ষতি হলে এ দায় কে নিবে,কারখানার মালিককে দ্রুত খুজে বের করে অন্তত শ্রমিকের বেতন গুলো দেওয়ার ব্যবস্থা করে দেন।
অন্যদিকে শ্রমিকেরা কারখানার ইলেকট্রিশিয়ান ইনচার্জ, কাটিং ম্যানেজার ও ফিনিশিং ম্যানেজার কে কারখানার ভিতর অবরুদ্ধ করে রাখছে সকলে একটাই কথা বকেয়া বেতন পেলে ওনাদের ছেড়ে দিবেন কারন শ্রমিকেরা তাদের আন্ডারে কাজ করছে তাই উত্তেজিত হয়ে তিনজন কর্মচারি কে অবরুদ্ধ করে রাখছে।