সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করেছে বাড়িয়ালা ও স্বজনেরা বলে জানা গেছে।
সোবার (৫ জুলাই) দুপুর ২টার সময়ে আশুলিয়া নিশ্চিন্তপুর আলাউদ্দিন আলালের টিনশেড সেমিপাকা বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, পোশাক শ্রমিক সজিব (২৫) ও তার স্ত্রী শরিফা (২১) আহত শ্রমিক দম্পতীর দেশের বাড়ি টাংগাইল জেলায়। এছাড়া আলাউদ্দীনের পূত্রবধু সাদিয়া (২২)।
প্রতক্ষদর্শীরা জানায়, দুপুরের খাবারের জন্য কারখানা থেকে বাসায় আসেন সজিব ও শরিফা দম্পতি। তারা দরজা খুলতেই বিকট আওয়াজে বিষ্ফোরণ হয়। এসময় পুরো ঘরে আগুন ধরে গেলে সজিব শরিফা ও বাড়িওয়াল পূত্রবধু সাদিয়া অগ্নিদগ্ধ হয়।প্রতিবেশিরা এসে নিজেড়া পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে এবং আহতদের ঢাকা হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক শফিউল্লাহ জানান, ওই বাড়িতে সিলিন্ডারের গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা যাওয়ার আগেই অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেলে নিয়ে গেছে তার স্বজনরা।