দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে রাজশাহীর মোহনপুরে সাংবাদিক শাহিন সাগরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও রগ কেটে দিয়ে গুরুতর আহত করেছে চিম্হিত সন্ত্রাসীরা। থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয় তাকে মূর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে এলাকায় সাঁড়াশী অভিযান চালিয়ে কাওসার নামের এক সন্ত্রাসীকে আটক করে। সাহিন সাগর দৈনিক রাজশাহীর সংবাদের মোহনপুর থানা প্রনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজশাহী শাখার সদস্য। বষয়িট নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ জানান,সন্ত্রাসী কাওসার গংদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। ঘটনার খবর পেয়ে তিনি নিজেই দ্রুত ঘটনা স্থলে ছুটি যান। তৎক্ষাত অভিযান চালিয়ে এক জনকে আটক করা হয়েছে।বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিক সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত ও কুপিয়ে আহত করবে স্বাধিন দেশে এটা আশা করা যায়না। সুশিল সমাজ ও রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিক ও দৈনিক শ্রমজীবীদের কথা অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃসোহাগ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষিদের দৃস্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।