বাংলাদেশ পুলিশের ঈদ কাটে সাদা এ্যাপরন পড়ে ঝর বৃষ্টিতে ভিজে ধর্মপ্রাণ মুসলমানদের নিরাপত্তায় নিয়োজিত থাকে পুলিশ। পুলিশের সদস্যরা দাড়িয়ে থেকে মোনাজাত করার সুযোগ পায় একসাতে সকলের সাথে দাড়িয়ে নামাজ পড়ার সুযোগ পায়না হ্যা এর নামই পুলিশ। করোনার ভয়ে বিসিএস পাশ ডাক্তারের অবহেলায় অনেকে মারা গেলেও এগিয়ে আসেনি মারা যাওয়া ব্যক্তির কোন আত্বীয় স্বজন বা এলাকা ঠিক তখন শেষ মুহূর্তে এগিয়ে আসে ম্যাট্রিক পাশ পুলিশ। ম্যাট্রিক পাশ পুলিশের কত দায়িত্ব বিসিএস ও ভার্সিটি পড়ুয়ারা বুঝেনা। বাংলাদেশ পুলিশ করোনা দুর্যোগ শুধু নয় যে কোন দুর্যোগে বাংলাদেশ পুলিশ দেশের মানুষের পাশে থাকে। বাংলাদেশ পুলিশ নিয়ে সকলের গর্ব করা উচিত বলে মনে করি