মোঃ সোহাগ :-পরিবারের খরচ মেটাতে রাইড শেয়ারিং, মানবতার বিপর্যয়
রাত প্রায় ১২ টা স্থান মগবাজার ঢাকা। শীত একেবারে কম নয়। আমরা হয়তবা কম্বলের ভিতরে আরাম আয়েশে শুয়ে আছি, কিন্তু এই ছেলেটা পারেনি।
গ্রামে হয়তবা তার সন্তান /স্ত্রী /বৃদ্ধ পিতামাতার মুখে দুটো অন্ন তুলে দিতে ঢাকায় এসে রাইড শেয়ারিং এর কাজ করছে। রাতের বেলায় একটু ট্রিপ পেলে ভালো পয়সা আসবে এই আশায় এখনও সে রাস্তায় বসে ছিলো।
যদিও শরীরটা মানতে চায় না সারাদিনের ধকল। তাই আপাতত বাইকের উপরই বিশ্রাম।
সংসারের পুরুষ মানুষ গুলোর গল্প এমনই।