বিশেষ প্রতিনিধিঃ-পাবনা ও টাঙ্গাইলে র্যাব-১২ এর পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার
শুক্রবার (০১ জানুয়ারি, ২০২১) রাতে পাবনা সদর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় র্যাব-১২ এর একটি অপারেশন টিম। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সদর এলাকা থেকে আটক করা হয় এক চিহ্নিত মাদক কারবারিকে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০০ বোতল ফেনসিডিল।
অন্যদিকে, শনিবার (০২ জানুয়ারি, ২০২১) সকালে টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় আরেকটি অভিযান চালায় র্যাব-১২ এর অন্য একটি অপারেশন টিম। এ অভিযানে আটক করা হয় ঘাটাইলের অন্যতম শীর্ষ এক মাদক কারবারিকে। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পিছ ইয়াবা।