পার্বতীপুরের গোবিন্দপুরে মানবতার ডাক- সামাজিক সংগঠন এর শুভ উদ্বোধন সম্পন্ন
বিপ্লবী সাকিব,
পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধিঃ-
“একটাই মোদের অঙ্গীকার, সমাজ হোক মানবতার।”এই স্বপ্নকে হৃদয়ে পোষণ করে
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর এলাকায় সমাজের উন্নয়নকে লক্ষ্য করে দৃঢ় শপথ নিয়ে যাত্রা শুরু করেছে একদল তরুণ ও যুবকেরা।তাঁরা ঐক্যবদ্ধভাবে “মানবতার ডাক- সামাজিক সংগঠন” নামে অরাজনৈতিক, অনলাইন ভিত্তিক ও সমাজসেবামূলক একটি প্লাটফর্মে সমবেত হয়েছে। তাঁরই সূত্র ধরে গতকাল রোজঃবুধবার, ২১/১০/২০২০ইং তারিখে পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর এলাকার ভবের বাজারে নবগঠিত একটি রেস্টুরেন্ট ক্যাফে কুঁড়েঘর এন্ড রেস্টুরেন্টে স্বল্প পরিসরে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে “মানবতার ডাক- সামাজিক সংগঠন”।উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে তাঁরা আজকে ভবের বাজারে সর্বস্তরের জনগণের মাঝে করোনা সচেতনতায় মাস্ক বিতরণের মাধ্যমে তাঁদের শুভ যাত্রা শুরু করে।এছাড়াও সমাজের হতদরিদ্র মানুষের পাশে নিজেদের সর্বস্ব দিয়ে সহযোগিতা করারও আশ্বাস দেন সংগঠনটির সদস্যরা। রক্তদান ছাড়াও তাঁরা সমাজের বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছে।এমতাবস্থায়, দেশবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করেছে সংগঠনটির সদস্যরা।
বিপ্লবী সাকিব,
পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি।
মোবাইলঃ০১৭৫১২২২২৭৯.