বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শ্রমিকনেতা সোহাগ গার্মেন্টস টেইলার্স ওয়ার্কাস লীগের সাভার আশুলিয়া কমিটির আহ্বায়ক শ্রমিকনেতা মোঃ রাকিবুল ইসলাম সোহাগ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তিনি বলেন শোকের এই মাসে ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবের সপরিবারে হত্যা করা হয়। পৃথিবীর ইতিহাসে এরকম ঘৃণিত কাজ অন্য কোন দেশে আজ পর্যন্ত ঘটেনি। আমরা এমনই জাতি যার হাত ধরে এই দেশ স্বাধীনতা লাভ করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা তাকেসহ তার পরিবারের সকলকে হত্যা করতে একটুও আমাদের বুক কেঁপে ওঠেনি এবং কী ছোট্ট শিশু শেখ রাসেল তিনিও ওই হানাদারের হাত থেকে রক্ষা পায়নি তাকেও নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে বর্তমান বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশের বাহিরে থাকায় তারা দুজন বেঁচে গিয়ে বর্তমান বাংলাদেশের জনগনের সেবকের হাল ধরেছেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী তে শ্রমিকনেতা সোহাগ আরো বলেন ১৫ই আগষ্ট কালো রাতে যে সকল বেইমান হানাদার জাতির জনকের বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছিল ও তার সহযোগীদের কোন ক্ষমা নাই বাংলার মাটিতে তাদের বিচার হতেই হবে