বার্তা সম্পাদক মোঃসোহাগ :– বাংলাদেশ ভূমির আন্দোলন বোচাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নিজ উদ্যোগে খরচে=১০০০ পিছ মাক্স বিতরণ করা হয়। আজকের স্লোগান একটি ছিল আজকের স্লোগান ছিল নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন রাখুন। মাক্স পরিধান করে রাস্তায় চলাচল করুন এবং মাক্স দিয়ে নাক মুখ ঢাকিয়ে কাজকাম করুন ও ঘোন ঘোন সাবান দিয়ে হাত মুখ পরিষ্কার করুন। আজকের রাস্তায় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জেলা কমিটির সভাপতি
মোঃ তারিফুল ইসলাম(তপু)
অর্থ বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান।
মহিলা উপদেষ্টা আফরোজা বেগম
এবং বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাইনুল ইসলাম
সাধারণ সম্পাদক রাহিদ চৌধুরী
সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক।
সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম।
সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন।
মহিলা বিষয়ক সম্পাদক আনিছ বেগম রিনা।
সহ মহিলা বিষয়ক সম্পাদক
বৃষ্টি জাহান মৌ।
মোঃ নুরজামাল সেন্টু, মোঃ আব্দুল কাইয়ুম। সহ আরো অনেকে।