বার্তা সম্পাদক :-মোঃসোহাগ :- গাজিপুর বিশ্ববিদ্যালয় এলাকার ব্যান্ডো পোশাক কারখানার শ্রমিকরা এখন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন টঙ্গী অফিসে অবস্থান করছে। অফিসে উপস্থিত আছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিচালক ইউসুফ আলী। শ্রমিক নেত্রী রানী খান, শ্রমিকনেতা, জিয়াউর রহমান জিয়া, শিল্প পুলিশ ও মালিক পক্ষের প্রতিনিধিরা।
প্রসঙ্গত, বিনা নোটিশে ব্যান্ডো ফ্যাশন বন্ধ করে দেয়া হয়। ইদের পর ১১ আগস্ট শ্রমিকরা কারখানায় যোগ দিতে এসে দেখতে পায় কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। এরপর কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিক সড়ক অবরোধ বিক্ষোভ করতে থাকে। এ সময় ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শেষে শিল্প পুলিশ এসে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের টঙ্গী অফিসে মালিক পক্ষের সাথে বৈঠক করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। সেই অনুযায়ী শ্রমিকরা এখন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের টঙ্গী অফিসের সামনে অবস্থান করছে।